তোমার ছবি কবি করে এই আমারে,
রাত দুপুরে ঝপাং করে নামো ঘরে।
ঠোঁটের কোণে হাসি ধরে বাঁশি বাজাও
মিহিন সুরে- অচিন পুরের সুর লহরি!


হঠাৎ তুমি দেয়াল ছেড়ে আমার পাশে
বসে পড়ো শান্ত সুবোধ, দুর্বাঘাসে;
মুগ্ধ নয়ন চেয়ে থাকে তোমার দিকে।
রূপের ঝলক ঠিকরে পড়ে; আহা, মরি!


এলোমেলো ভাবনাগুলো কিভাবে যে
ঠিক হয়ে যায়, তোমার ছোঁয়ায়! বন্ধ ঘরে
উচ্চ স্বরে খিলখিলিয়ে হেসে উঠো-
কাচের বাসন ঝন ঝনা ঝন আছড়ে পড়ে।


ছবির মাঝে সন্ধ্যা সাঁঝে ভেসে উঠে
অনেক কথা, ব্যাকুলতা ছড়িয়ে পড়ে।
বন্ধ মনের দরজা খুলে ভয়গুলো সব
শ্যামল মাঠে হেসে খেলে গড়িয়ে পড়ে।


আমার মনে সুখের পরশ দিয়ে তুমি  
ছবি হয়ে দূরে থাকো।
এমন কেনো?


০৭/০৯/২০১৮
মিরপুর, ঢাকা।