আমি দূরে চলে যাবো পৃথিবীকে ছেড়ে
অনন্য সবুজ মাঠে, খুব অন্ধকারে;
শাশ্বত নির্মল এক আলোর ভেতরে,
কালো সমুদ্রের জলে, নক্ষত্রের দেশে,
নিভৃতে নিঃশব্দে একা শিশিরের মতো
এই করোনাকালীন আচানক কালে।
পৃথিবী এখন মূঢ়, টলমল করে,
অপার বিস্ময় জাগে অবাধ আকাশে,
মানুষের মন চাহে মানুষীর মনে
ফুল হতে অনন্তকালের; তাইতো সে
অদ্ভুত সঙ্গীতে মুখরিত করে তোলে
জলধীর প্রাণ, পৃথিবীর মৃত বায়ু।
নক্ষত্রের মতো প্রতিরাতে হেঁটে যায়
একা আকাশগঙ্গায়। জানো নাকো তুমি
জীবনের স্বাদ এক নিশিন্দা-বিস্বাদ।
যে জীবন জ্বলে যায় মনের আবেগে
নতুন আকাঙ্খা নিয়ে প্রাণে, বর্তমানে;
এ দুঃসময়ের কালে শূন্য শূন্য লাগে।
তোমার আকাশে জীবনের শত গল্প
উষ্ণ হয়ে আছে। নবীন বৃক্ষে পাতারা
দোলা দিয়ে যায় কালবৈশাখী বাতাসে,
নতুন স্পন্দনে। তবুও, পৃথিবী ছেড়ে
চলে যেতে হবে অন্য ধূসর আকাশে;
এই ভয় সদা জেগে উঠে এই মনে।


১৬/০৪/২০২০
মিরপুর, ঢাকা।