হাসবো, নাকি কাঁদবো এখন ভাবছি বসে বসে;
মানুষ কেন কলাপাতায় জটিল অংক কষে?
একটা মানুষ একটাই মুখ দুই রকমের কয়;
সে-ই তো হলো দু'মুখো সাপ সারা বিশ্বময়?
ডিজিটালের এ যুগেতে সব লুকানো সোজা নয়,
মানুষ যতোই সহজ সরল, কিন্তু তারা বোকা নয়।
কথায় বলে, আক্কেলমান্দ ইশারাতেই কাফি,
এবার বন্ধ হবে তোমার সব ছলনার ঝাঁপি।
একটি ভ্রান্তি একই মানুষ করে না বারবারে,
তোমার পতন হবে জেনো নিজের অহংকারে।
ভয় দেখিয়ে পায় না বিজয় হিংসুটে দুর্জন,
মিথ্যা ছিঁড়ে উঠবে ফুঁড়ে সত্যের অর্জন।


০৭/০৪/২০২২
মিরপুর, ঢাকা।