ছান্দসিকের ভীড় জমেছে বাংলা কবিতাতে,
ছন্দ নিয়ে গল্পকথা বলছে দিনে রাতে।    
মশার কামড় তুচ্ছ করে লিখছে আলোচনায়-
ছন্দ নাকি লুকিয়ে থাকে মন্দের কোণায় কোণায়।
ইচ্ছে হলেই লম্ফ দিয়ে ছন্দ পাড়া যায়,
তেঁতুল এবং গুড় মিশিয়ে ছন্দ তারা খায়।
ছন্দের অভাব হলে নাকি স্বভাবটা হয় নষ্ট!
জলরঙের চিত্রটা হয় তৈলরঙেরই পষ্ট।


ছন্দ নামে পাহাড় থেকে কলকলিয়ে হেসে,
ছন্দ দোলে সাগর জলে উর্মি দোলায় ভেসে।
ছন্দ নাচে অগ্নি খেলায় মজে সূর্যালোকে,
ছন্দ কাঁদে বিলাপ করে অ-ছন্দতার শোকে।
ছন্দ নিয়ে  লাফায় যে জন, ছন্দ নাইরে তার,
কামারকুলে চায় যে হতে শিল্পীত কুমার!


১৯/০৯/২০১৮
মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।