চন্দ্রকান্তা ! বিস্তারিলে অনুপ প্রতীতি,
নিরুদ্দেশ পোতাধ্যক্ষ লভিনু মেদিনী;
নিরীশ্বর চেতনায় স্বর্ণোজ্জ্বল স্মৃতি
আঁকড়িলে চতুর্যুগ প্রিয়ঙ্গু চন্দনী।
অগ্নীশুদ্ধ রসোত্তম মুদারা প্রকাশী
কিন্নরের মরুদ্বীপ লভিলে একাকী;
কুলাচার বিসর্জনে জেনেছি প্রেয়শী
অতনুর বিষধারা বিলায়েছে সাকী।


হরিয়াল উড়ে যায় শ্যামল ছায়ায়
সমুদ্রের ফেনায়িত সুস্মিত প্রভাতে;
ফিরিয়া আসবে সে ফের সুর্যাস্তাভায়
আপনার গৃহকোণে ক্লান্তি-হরা রাতে।
আমার হলো না আর গৃহ-সুখ-প্রেম,
অদৃষ্ট লিখন ভ্রষ্ট - এই জানিলেম।