''ক্লেরিহিউ'' কৌতুকরসের ছড়াধর্মী কবিতা বিশেষ। কবিতার আসরের ১৩০ জন কবির নামের উপর লেখা আমার এ ক্লেরিহিউগুচ্ছ। এখানে লেখাগুলো সবটাই কৌতূকরসে সিক্ত। কোন ভুল বোঝাবুঝির অবকাশ নেই। আমার লেখায় কবিদের নামগুলো দৈবচয়নের মাধ্যমেই তুলে আনা হয়েছে। আসরের সকল কবিদের প্রতি অনেক ভালোবাসা ও শুভকামনা।
(পড়ুন- http://www.bangla-kobita.com/rahmanmojib/clerihew-eak-koutok-raser-charadarmi-jiboni-kabita/ )


হয়তো আপনার নামের উপর লেখাটি এখানে আছে। আপনার নামের আদ্যাক্ষরের ক্রমানুসারে সাজিয়ে দেয়া হয়েছে।


১। বাংলা কবিতা ডট কম
-----------------------
বাংলা কবিতা আজ,
নবিশ কবির মনের ভেতর মূল্যবান এক তাজ।
কতো জনে যায় লিখে,
কাব্যকথার নিয়মকানুন শিখে।


২। অজয় কুমার দে
------------------
অজয় কুমার দে
লেখক ও কবি সে
প্রেম ও প্রেমের খেলায়
হারতে নাহি চায়!


৩। অজিত কুমার কর
-------------------
অজিত কুমার কর
খায় যে দুধের সর
কিনতে গাভী যায় বাজারে
আবাল কিনে দশ হাজারে!


৪। অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী
-------------------------------------------
আসাদ জামান চৌধুরী
দিনের বেলায় খায় পুরি
কবিতা খায় রাতে
পেঁয়াজ ডিম সাথে।


৫। অনিরুদ্ধ বুলবুল
------------------
অনিরুদ্ধ বুলবুল
মাথাতে তার কালো চুল
বয়স সবাই কম বলে
তিন কুড়ি আর দুই চলে।


৬। অমর কৃষ্ণ বৈদ্য
------------------
অমর কৃষ্ণ বৈদ্য
এই আসরে সদ্য
দুঃখী মায়ের ধন্যি ছেলে
খুশি হয় সে আদর পেলে।


৭। অমরেশ বিশ্বাস
-----------------
অমরেশ বিশ্বাস
গরু হয়ে চায় ঘাস
মাঝেরহাটী চলে যা
ধান বুনে ভাত খা।


৮। আজগর আলী
----------------
কবি আজগর আলী
সে খায় শুধুই বালি
আর সাথে খায় কবিতা
সুযোগ পেলেই চুরি করে আস্ত গিলে সবিতা।


৯। আফরিনা নাজনীন মিলি
------------------------
আফরিনা মিলি
গিয়েছিলো চিলি
পাবলো নেরুদা
বললো তারে, 'কবিতা বেঁচে খা'।


১০। আবু কওছর
---------------
কবি আবু কওছর
গায়ে তার এলো জ্বর
সুখ খোঁজে কবিতায়
একা শুয়ে বিছানায়।


১১। আবু রায়হান মিছবাহ
-----------------------
আবু রায়হান মিছবাহ
হাফেজ সা'ব বারে বাহ
স্বপ্নের রমণী
কাঁপায় যে তার ধমণি।


১২। আব্দাল হোসেন কাজী
------------------------
আব্দাল হোসেন কাজী
নয় তো রে সে পাজি
কাব্য মেলায় আসে যায়
চোখের জলে বুক ভাসায়।


১৩। আব্দুর রহমান আকন
------------------------
কবি আব্দুর রহমান
কবিতায় তোলে বান
ঝরা ফুলের মধু খায়
বরগুণার পোলাডায়।


১৪। আর্যতীর্থ
-------------
আর্যতীর্থ কবি
ভাঙ্গা হাড় লাগায় জোড়া সবই
কবিতার কথায়
কতো কথা বলে যায়।


১৫। আলমগীর সরকার লিটন
---------------------------
আলমগীর লিটন
মনটা তার লণ্ঠন
আলো জ্বেলে হেঁটে যায়
মেঠো পথের কবিতায়।


১৬। আশীষ আচার্য্য
------------------
আচার্য্য আশীষ
পথেঘাটে দেয় শিস
চাঁটগাইয়া পোলা
লক্ষ টাকায় তোলা।


১৭। আহমাদ সা-জিদ(উদাসকবি)
-------------------------------
উদাস কবি সা-জিদ
দু'পা-ই তার আছে ঠিক
ঘুরেফিরে খায় দায়
থাকে শুধু কবিতায়।


১৮। আহমেদ মিনহাজ
--------------------
আহমেদ মিনহাজ
কাব্য করা তার কাজ
সময়ের আয়নাতে
কবিতা লিখে যায় পাঠকের বায়নাতে।


১৯। ইবনে মিজান
-----------------
কবি ইবনে মিজান
উচ্চাসনের খ্যাতি চান
শয়ে শয়ে কবিতায়
এই কথা বলে যান।


২০। ইয়ামিন বসুনিয়া
--------------------
ইয়ামিন বসুনিয়া
খেলা করেন পশু নিয়া
হাতি ঘোড়া বাঘ ভাল্লুক পরিশেষে উট
হাতিবান্ধার ছেলেটা খায় শুধ বুট।


২১। উজ্জ্বল সরদার {আর্য}
------------------------
উজ্জ্বল সরদার
ভালোবাসে বাঁশঝাড়
দাকোপের পোলাডা (ছেলেটা)
আগুনের গোলাডা।


২২। উত্তম চক্রবর্তী
-----------------
নামে কবি উত্তম
খাওয়া-দাওয়া করে কম
ভাবনায় বাঙালি
কবিতার কাঙালি।


২৩। এম কে চৌধুরী রানা
----------------------
এম কে রানা চৌধুরী
ছোট দেহে বিশাল ভুঁড়ি
টাকা-পয়সা গুণে খায়
শান্তি খোঁজে কবিতায়।


২৪। এম,এ, সালাম
------------------
কবি এম,এ, সালাম
জানে ভালো কালাম
কাব্যকথার সুর
বড়োই সুমধুর।


২৫। এস এম আলতাফ হোসাইন সুমন
-----------------------------------
আলতাফ হোসেন সুমন
নয়তো রে তার কু-মন
আলাভোলা সাংঘাতিক
ভয়ে থাকে ঠিক-বেঠিক।


২৬। এস এম নূর
----------------
কবি এস এম নূর
মন ভরা তার সুর
গাইতে কইলে বলে
শব্দ গেছি ভুলে।


২৭। এস. এম. আব্দুল্লাহ্ আল আরিফ
---------------------------------
আবদুল্লাহ আরিফ
করা যায় তার তারিফ
ভালোবাসা শুধু চায়
ঘোরাঘুরি করে খায়।


২৮। কনিকা সরকার
------------------
কনিকা সরকার
চোখ দুটো বড় তার
মন তার মরুভূমি
বৃষ্টিরা যায় চুমি।


২৯। কবি সাকিব জামাল
----------------------
সাকিব জামাল কবি
শব্দ দিয়ে এঁকে যান সুন্দরীদের ছবি
মানুষ প্রেমের ভালোবাসায়
দুর্নিবার সে, অজস্র চায়।


৩০। কবীর হুমায়ূন
-----------------
কবি নয় সে- কবীর হুমায়ূন,
এইটুকু জানি, নাই তার গুণ,
কবি কবি ভাব
ছন্দের অভাব।


৩১। ক্যারূ মানদল
-----------------
কবি ক্যারূ মানদল
মনে নাই কোন ছল
নীলে মিলে একাকার
'চন্দ্রনীলা' প্রিয় তার।


৩২। খলিলুর রহমান
------------------
খলিলুর রহমান
কাজলা বহমান
শব্দের চাষী সে
খায় শুধু খাসি যে।


৩৩। গোপাল চন্দ্র সরকার
-----------------------
গোপাল চন্দ্র সরকার
এমন কবির দরকার
ওকালতির প্যাচ মেরে
কাব্যকথায় আসছে তেড়ে।


৩৪। গৌতম নাথ
---------------
গৌতম নাথ
খায় নাকো ভাত
মাস্টারি সে করে
ইংরেজিটা পড়ে।


৩৫। গৌতম রায়
---------------
গৌতম রায়
দুধ-ভাত খায়
কোলকাতারই পোলা
সবাই জানে তার ভেতরে কবিতারই গোলা।


৩৬। চারু মান্নান
---------------
কবি চারু মান্নান
সারাদিন গান গান
মাঝে মাঝে পান খান
জলে ভরা মেঘ চান।


৩৭। চিত্ত রঞ্জন সরকার
---------------------
চিত্ত রঞ্জন সরকার
ভালোবাসার ব্যাংকার
বারাসতের ভাত খায়
জন্ম এপার কেন্দুয়ায়।


৩৮। জয়শ্রী রায় মৈত্র
-------------------
জয়শ্রী মৈত্র
হৃদয়টা কি কাঠ ফাটা চৈত্র?
ইতিহাসের কথা কয়
কবিতায় মজে রয়।


৩৯। জসীম উদ্দীন মুহম্মদ (বোদ্ধা কবি)
-----------------------------------
জসীম উদ্দীন বোদ্ধা কবি
মাষ্টার মানুষ বোঝেন সবই
নারী নিয়ে কাব্য করেন মন হরষে
আষাঢ় মাসের ঘোর বরয়ে।


৪০। জাহিদ হোসেন রনজু
-----------------------
জাহিদ হোসেন কবি
ভালোবাসার ছবি
কবিতার বাঁকে বাঁকে
সবখানেই সে থাকে।


৪১। জি,এম, হারুন-অর-রশিদ
---------------------------
হারুন অর রশিদ
মনে তার খুব জিদ
কবিতার ব্যবসায়
দিনরাত লাভ চায়।


৪২। ড. সুজিতকুমার বিশ্বাস
-------------------------
সুজিতকুমার বিশ্বাস
নেয় না যে নিঃশ্বাস
জয়ঘাটার খোলা মাঠ
টাক মাথায় হাগে কাক!


৪৩। ডিএম সাজিদ
-----------------
কবি ডিএম সাজিদ
কাব্য ঘরে কাটে সিঁদ
ভালোবাসা চুরি করে
আপন মনে কাব্য গড়ে।


৪৪। তপন দাস
--------------
আমাদের কবি তপন দাস,
গণিতে ভালো করছিলো পাশ।
কালুপুরের বিখ্যাত এক কবি.
আজব মানুষ কেষ্টা নিয়ে নিত্য আঁকেন ছবি।


৪৫। তমাল ব্যানার্জি
------------------
কবি তমাল ব্যানার্জি
সবাই করে এ আর্জি
রেঙ্কিং দাও কবিতায়
থাকি যেন দশটায়। (গোপন কথা বলে যায়।)


৪৬। তরিকুল ইসলাম রিয়াজ
--------------------------
তরিকুল ইসলাম
শীতের দিনে ঝরায় ঘাম
শব্দপ্রেমিক বলে সে
ছন্দছাড়া লিখে যে।


৪৭। তাপস গুহঠাকুরতা
---------------------
তাপস গুহঠাকুরতা
তার হৃদয়ে হাজার কথা
চাকরি করে নীরবে
ভাবে শুধু মরে গেল কি রবে?


৪৮। তোফায়েল আহমেদ টুটুল
----------------------------
টুটুল মিয়া তোফায়েল
খালেবিলে চালায় রেল
চাঁটগাইয়া পোঁয়া
খায় শুধু মোয়া।


৪৯। দীপঙ্কর বেরা
----------------
দীপঙ্কর বেরা
সবলদেহী ছ্যারা (ছেলে)
কবিতায় কবিতায়
কতো কষ্ট বলে যায়।


৫০। দেলোয়ার হোসেন
---------------------
দেলোয়ার, দেলোয়ার
খোলো এবার তলোয়ার
শব্দের সাথে সাথে
বাও তরী দিনে-রাতে।


৫১। নরেশ পাঠঘরা
-----------------
কবি নরেশ পাটঘরা
গীতিকার আধ মরা
কবিতার বাজারে
লিখে যান হাজারে।


৫২। নায়ার সুলতানা লাবনী
-------------------------
সুলতানা লাবনী
চুল টানা খাবি নি?
ফুলের কথা কইয়া
নাচলো কবি হইয়া।


৫৩। নিখিল বিশ্বাস
-----------------
কবি নিখিল বিশ্বাস
মনে বড় হা-হুতাস
'লাইক' চায় কবিতায়
আর নারী সুখ চায়।


৫৪। নীলকন্ঠ কবি
----------------
কবি নীলকণ্ঠ
সুস্থিরে বন্ তো
কবিতার মৃত শোক
ঝেড়ে ফেলে খোলো চোখ।


৫৫। নূর ইসলাম শেখ বাবু
------------------------
নূর ইসলাম বাবু
ছন্দেতে কাবু
কবিতার কোলাহলে
হেঁটে যায় অবিচলে।


৫৬। পবিত্র চক্রবর্তী
------------------
চক্রবর্তী পবিত্র
ফুলের মতো চরিত্র
নিষিদ্ধ চুম্বনে
ধোলাই হয় স্টেশনে।


৫৭। পরিতোষ চক্রবর্তী
---------------------
নামে সে পরিতোষ
খায় নাকো কোন ঘুষ
দুধ খায়, কলা খায়,
খিদে পেলে ছোলা খায়।


৫৮। পারমিত৫৮ (অনুরাধা)
-------------------------
অনুরাধা পারমিতা
মধুর মুখে কয় তিতা
আসরে এসে কয়
রবো আমি বিশ্বময়।


৫৯। পি. কে. বিক্রম
------------------
অরিন্দম নাম পি কে বিক্রম
দরাজ গলার কয় কথা কম
মাইকটি পেলে হাতে
কান ফাটিয়ে দেয় যে সবার, ঘুমায় না সে রাতে।


৬০। পিনাকী অধিকারী
-------------------
পিনাকী অধিকারী
কোলকাতায় তার বাড়ি
অবসর ব্যাংকার
মনটা ভালো তার।


৬১। প্রনব মজুমদার
------------------
প্রনব বাবু মজুমদার
রগচটা আর ব্যাঁকা ঘাড়
ভুলের খবর পায় যদি সে
পোস্ট দিয়ে যায় এই আসরে।


৬২। ফারহাত আহমেদ
--------------------
আসর কবি ফারহাত
তার কিন্তু দুটি হাত
লেখেন তিনি দশ হাতে
ছন্দকলার নিয়ম মেনেই দিনরাতে।


৬৩। বিভুল কুমার চৌধুরী
----------------------
বিভুল কুমার চৌধুরী
ছেড়ে দিয়ে জারিজুরি
কবি হলেন ব্যাংকার
প্রনবনাদের ওঙ্কার।


৬৪। বিভূতি দাস
---------------
সোনারপুরের বিভূতি
মনের ভেতর প্রেম অতি
সরল কথার কবিতায়
বুড়ি থুইয়া ছুড়ি চায়।


৬৫। বিশ্বজিৎ শাসমল(স্বপ্নচর)
---------------------------
বিশ্বজিৎ শাসমল
হাসে শুধু খলখল
কালোকালো চশমায়
মিটায় যে আশনায় (খায়েস)।


৬৬। মণি জুয়েল
---------------
মণি জুয়েল কবি
সুন্দর তার সবই
ভারতীয় বাঙালি
কবিরা দে তালি।


৬৭। মধু মঙ্গল সিনহা
--------------------
মধু মঙ্গল সিনহা
তাল ঠুকে ধিন তা
হরেক রকম ভাষায়
কবিতাকে হাসায়।


৬৮। মনোজ ভৌমিক(দুর্নিবার কবি)
-------------------------------
মনোজ কবি দুর্নিবার
বাঁশি ধরে সুর দিবার
মেটাল এবং প্লাস্টিকে
মিলেমিশে আছে টিকে।


৬৯। মল্লিকা রায়
----------------
কবি মল্লিকা রায়
কৃপণের কাছ থেকে দারদেনা চায়
বিনের (মি.বিন) মতো নেমে এলো মেঘেদের মেয়ে
জন্ম নাই বেঁচে আছে থাকি শুধু চেয়ে।


৭০। মহঃ সানারুল মোমিন(বিনায়ক কবি)
-------------------------------------
সানারুল মোমিন
আসরে বহু দিন
কবিতার ক্লাসে
প্রতিদিন আসে।


৭১। মাধব মণ্ডল
---------------
কবি মাধব মণ্ডল
নামেতেই গণ্ডগোল
বাসন্তীর পোলা সে
আগুনের গোলা যে।


৭২। মুহাম্মদ জে.এইচ (রপ্পি) -উদাসী ও রেঁনেসার (কবি)
--------------------------------------------------
জে.এইচ রপ্পি
কবি ও গপ্পি
চাষা-ভুষার ডিপ্লোমা
সুন্দর তার খোমা (চেহারা)।


৭৩। মুহাম্মদ মনিরুজ্জামান
------------------------
মনিরুজ্জামান
ভাত থুয়ে প্রতিদিন চাইনিজ খেতে চান
চাইনিজে পোকা থাকে, খায় তাই আন্ধারে
কেউ কি জানো ভাই কেনো করেন ধান্ধা রে?


৭৪। মূলচাদ মাহাত
------------------
মূলচাঁদ মাহাত-এ
লিখে সে বা' হাতে
ভাবনায় সেবা করা
ব্যবসায় খায় ধরা।


৭৫। মো: আনোয়ার সাদাত পাটোয়ারী (মঞ্জুবাক কবি)
------------------------------------------------
আনোয়ার পাটোয়ারী
নাই তার জারিজুরি
সাধারণ কবি এক
পারুলিয়ায় গিয়ে দেখ।


৭৬। মোঃ আব্দুল কাদের
----------------------
কবি আব্দুল কাদের
জ্বিবখানি তার স্বাদের
প্রেমের ছোঁয়া পেলে
নাকে-মুখে গেলে।


৭৭। মোঃ আব্দুল হাফিজ
----------------------
কবি আব্দুল হাফিজ
মাথার ভেতর কবিতারা করে শুধু গিজগিজ
বেনাপোলে ত্যানার (উত্তরীয়) তরে
এই আসরে কাব্য করে।


৭৮। মোঃ জামশেদুল আলম
-------------------------
জামশেদুল আলম
বিক্রি করে মলম
কুমিল্লা থন ঢাকা এসে
কাব্য করে ভালোবেসে।


৭৯। মোঃ সানাউল্লাহ্ (আদৃত কবি)
-------------------------------
সানাউল্লাহ আদৃত কবি
পেশা ছাড়া নেশা তারই সবই
পালঙ্কেতে শুয়ে কাটায় নাই তার ভাবনা
এই থাকে ঢাকাতে, এই ঘুমায় পাবনা।


৮০। মো. আমিনুল ইসলাম
------------------------
আমিনুল ইসলাম
সারাদিন খায় জাম
কবিতার নেশায় যে
দিনরাত চেঁচায় সে।


৮১। মো:আবির হোসেন
----------------------
আবির হোসেন আবির
কলা গাছে ছুঁড়ে তীর
স্বপ্ন বেঁচে কবিতায়
দুপুর বেলা চন্দ্র চায়।


৮২। মোঃ আব্দুল আলীম
----------------------
আব্দুল আলীম কবি
অন্ধকারের রবি
খায়-দায় কাজ নাই
মাইয়া দেখলে ভাবে 'রাই'।


৮৩। মোঃ আমিনুল এহছান মোল্লা
------------------------------
আমিনুল এহছান
দিনরাত গায় গান
মুখে দিয়ে সাচি পান
পায়ে হেঁটে রাচি যান।


৮৪। মোঃ জাহিদ হাসান
---------------------
জাহিদ হাসান
জলে ভাসান
কবিতার নাও,
হিংসায় জ্বলেপুড়ে কেনো তোমরা চাও?


৮৫। মোঃ মামুন হোসেন
---------------------
ঝালকাঠীর মামুন
নয়তো রে সে বামুন
এম বি এ পাশ করা
কাব্যকথায় লিখেন তিনি ছন্দবিহীন ছড়া।


৮৬। মোঃ মাসুদ রানা
-------------------
মাসুদ রানা
দেয় যে হানা
কবিতার এ আসরে
কাছে পেলে সবাই মিলে তারে ভালোবাসোরে।


৮৭। মোজাম্মেল সুমন
--------------------
মোজাম্মেল সুমন
মন করে ঝনঝন
প্রেমোর্বশীর প্রেম চায়
ছন্দহীন কবিতায়।


৮৮। মোজাহিদ
--------------
মোজাহিদ কবি
সিলেটের রবি
ছড়া লিখে ঘড়া ভরে
ছন্দ মিলায় কড়া করে।


৮৯। মোসলেম উদ্দিন মনির
-------------------------
মোসলেম উদ্দিন মনির
প্রিয় খাবার পনির
নেশা তার লেখা-পড়া
কাব্য করা আর ছড়া।


৯০। মোহাম্মদ আজিজুল হক রাসেল
--------------------------------
আজিজুল হক রাসেল
মন ভরা আছে তেল
কবিতার আসরে
মাঝে মাঝে ঘুরেফিরে।


৯১। রঞ্জন গিরি
--------------
রঞ্জন গিরি
টানে পাতার বিড়ি
ডাক্তারি পেশা
কবিতা তার নেশা


৯২। রণজিৎ মাইতি
------------------
রণজিৎ মাইতি
চালায় যে গাঁইতি
কবিতার পুকুরে
লাফায় সে দুপুরে।


৯৩। রনি বিশ্বাস
---------------
কবি রনি বিশ্বাস
মুখ দিয়ে নেয় শ্বাস
কাব্য লেখেন চুটিয়ে
ভালোবাসা লুটিয়ে।


৯৪। রহমান মুজিব
-----------------
রহমান মুজিবর
কবিতার কারিগর
লোকে বলে মন্দ
বোঝে ভালো ছন্দ।


৯৫। রায়ান মুন্সী
---------------
বেকার কবি রায়ান
গাওয়া ঘিয়ে পান্তা খান
নাগরিকের ইচ্ছা নিয়ে
দ্রুত পদে যায় এগিয়ে।


৯৬। রুনা লায়লা
----------------
কবি রুনা লায়লা
গা ভরা তার ময়লা
কৃষ্ণ প্রেমের কালো
অন্ধকারেই জ্বেলে ধরেন আলো।


৯৭। রুবু মুন্নাফ
--------------
কবি রুবু মুন্নাফ
ঝাড়ু দিয়ে করে সাফ
ঘরবাড়ি রাস্তা
কবিতার ভাজি দিয়ে করে সে নাস্তা।


৯৮। রেজাউল রেজা (নীরব কবি)
-----------------------------
রেজাউল রেজা নীরব কবি
কথা কম বোঝে সবই
অঙ্ক কয়ে হিসাব মিলায়
কাব্য কথায় ছন্দ বিলায়।


৯৯। লক্ষ্মণ ভাণ্ডারী
----------------
লক্ষ্মণ ভাণ্ডারী
কবিতার কাণ্ডারি
জীবনের খেলাঘরে
মাথা কুটে শুধু মরে।


১০০। শ. ম. শহীদ
-----------------
শ. ম. শহীদ
কবিতার পুরোহিত
লালমনিরহাট (লালমিনরহাট)
লিখতে লোপাট।


১০১। শমশের সৈয়দ
------------------
শমশের সৈয়দ
সাংঘাতিক! নয় বদ
ভাবে লিখে কবিতা
চোখে জ্বলে সবিতা।


১০২। শাজাহান কবীর শান্ত
------------------------
শাজাহান কবীর শান্ত
কাব্য লেখা জানতো
বর্তমানে ছাত্রী পড়ায়
সময় কাটান কাব্য-ছড়ায়।


১০৩। শাহিন আলম সরকার
-------------------------
শাহিন আলম সরকার
তার খুব যে দরকার
মোটাতাজা প্রেমিকা
কবিতা লিখে লিখে ছিঁড়বে রে সে শিকা।


১০৪। শিবশংকর
---------------
কবি শিবশংকর
লোকে কয়, তিনি নাকি খুব বেশি ভয়ঙ্কর
আমি জানি, জ্ঞানীগুণী কবিজন
মন তার উচাটন।


১০৫। শেখ ফরিদ
---------------
শেখ ফরিদ, শেখ ফরিদ
কাব্যঘরে কাটে সিঁদ
কাব্যকথার জুমঘরে
কবিতারই অন্তরে।


১০৬। শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
------------------------------
সঞ্জয় মুখোপাধ্যায়
কলিকাতায় বসে বসে কাব্যের মদ খায়
হৃদয়টা পাত্র
সবসময় ভাবে সে কবিতার ছাত্র।


১০৭। সজল আহমেদ
-------------------
রবিশাইল্যা- সজল
কথা বলে অনর্গল
চলমান কবি সে
বাংলার রবি যে।


১০৮। সঞ্জয় কর্মকার
------------------
সঞ্জয় কর্মকার
কবি এবং ডাক্তার
নাম তার ভোম্বল
চোইত (চৈত্র) মাসে শুয়ে থাকে গায়ে দিয়ে কম্বল।


১০৯। সঞ্জয় কীর্ত্তনীয়া ( স্বপ্নজয় )
------------------------------
স্বপ্নজয়ী সঞ্জয়
ছন্দেতে কথা কয়
ভালোবাসার দিন খুঁজে
হেঁটে যায় চোখ বুজে।


১১০। সমীর প্রামাণিক (অম্বরীষ কবি)
---------------------------------
সমীর কুমার প্রামাণিক
অম্বরীষ কবি ঠিক
তার প্রেমের গন্ধ
কবিতার ছন্দ।


১১১। সরদার আরিফ উদ্দিন
-------------------------
আরিফ উদ্দিন সরদার
কবিতার পোদ্দার
কাশিপুরে বাঁশি বাজায়
মিরপুরে রাত কাটায়।


১১২। সাজ্জাদ শাকিল
--------------------
সাজ্জাদ শাকিল
পথে ঘাটে খায় কিল
কবিতার ভালোবাসা
মনে বাড়ায় খুব আশা।


১১৩। সালমান আহমেদ
---------------------
নামে কবি সালমান
দিনরাত শুনে গান
কুড়িগ্রামে বাড়ি তার
লোক কিন্তু কবিতার।


১১৪। সুকান্ত মাইতি
------------------
সুকান্ত মাইতি
চালায় না গাঁইতি
বকুল ফুলের নুপুরে
খুন্তি চালায় দুপুরে।


১১৫। সুজন হোড় (শুভ্র)
---------------------
সুজন হোড় শুভ্র
মন তার অভ্র
লেখাপড়া অতি তার
রূপে গুণে চমৎকার।


১১৬। সুদীপ কুমার ঘোষ (চোখেরবালি)
-----------------------------------
সুদীপ কুমার ঘোষ
বাঁকা চোখে তাকায় বলে, সবাই খোঁজে দোষ
রঙয়ের উপর রঙ
ছেড়ে দিয়ে করে শুধু ঢঙ।


১১৭। সুবীর কাস্মীর পেরেরা
-------------------------
কবি সুবীর কাস্মীর
তীর বিহনে মস্ত বীর
পরের বাড়ী খায়-দায়
মাইয়া দেখলেই প্রেম চায়।


১১৮। সুবীর পাণ্ডে
----------------
কবি সুবীর পাণ্ডে
কাব্যকথা যাদুমন্ত্র লুকিয়ে রাখেন ভাণ্ডে
এই পৃথিবী গোল
ভুগোল পড়ে শিখেছিলেন, সবই গণ্ডগোল।


১১৯। সুব্রত নন্দী
---------------
সুব্রত নন্দী
কোলকাতায় বন্দি
সুখ খোঁজতে কবিতায়
কাজ থুয়ে ছুটে যায়।


১২০। সুমিত্র দত্ত রায়
-------------------
সুমিত্র দত্ত
কবিতায় মত্ত
সংকেত ছিলো সে
কেটে তা দিলো যে।


১২১। সুরজিৎ ঘোষ
------------------
সুরজিৎ ঘোষ
করে ফোঁস ফোঁস
কোশিগ্রামে বাড়ি
প্রেমে দেয় আড়ি।


১২২। সূর্য্য হাসান কাব্য (মানবতাবাদী কবি)
---------------------------------------
সূর্য হাসান কাব্য
তাকে নিয়ে ভাববো
এমন শক্তি কই
বাংলাদেশের ঢাকা শহর তার যে অনেক সই।


১২৩। সোমদেব চট্টোপাধ্যায়
-------------------------
সোমদেব হাসিখুশি
চুল থেকে গোঁফ বেশি
অশ্লীলতার সব দায়
নিজের ঘাড়ে নিতে চায়।


১২৪। সৈকত দেবরূপম
---------------------
দেবরূপম কবি
তুলে কত ছবি
কবি হওয়ার নেশায়
শব্দ নিয়ে প্যাচায়।


১২৫। সৈয়দ মাহমুদ
------------------
কবি সৈয়দ মাহমুদ
মনে তার খুব আমুদ
বাংলাদেশের গাইবান্ধায়
ছবি তুলে পোলায় খায়।


১২৬। সোমাদ্রি
-------------
সোমাদ্রি কবি এক
চোখ খুলে সবে দেখ্
গোলগাল চেহারা
কবিতার বেহারা।


১২৭। সোমালীনিরঝরা (মৃণালিনী)
------------------------------
মৃণালিনী নিরঝরা
নদীয়ার দুখহরা
মনের ভেতর সুখ খেলায়
চোখের আলোয় দেখা যায়।


১২৮। সোহাগ আহমেদ (কবি চাঁছাছোলা)
------------------------------------
চাঁছাছোলা কবি
ব্যবসা বোঝেন সবই
ফেসবুক বোঝেন না
তাতে সুখ খোঁজেন না।


১২৯। সৌরভ দেবনাথ
--------------------
সৌরভ দেবনাথ
খায় শুধু দুধ-ভাত
নির্বিকার বিচ্ছেদে
কেঁদে যায় খুব খেদে (রাগে)।


১৩০। স্বপন গায়েন (উদয়ন কবি)
-----------------------------
স্বপন গায়েন উদয়ন কবি
রঘুনাথপুরের সকালের রবি
খোলা আকাশে কবিতা ছড়ায়
মাইয়া দেখলে খুবই ডরায়।


১৩১। হায়শান সাবিত
-------------------
কবি সাবিত হায়শান
দিন দুপুরে খোঁজে চান (চাঁদ)
ভবঘুরে একজন
মন বড়ো উচাটন।


১২/০৫/২০১৮
১৩/০৫/২০১৮
মিরপুর, ঢাকা।