মানুষের মানবতা চলে গেলে দূরে,
হিংসার আগুনেতে মরে জ্বলেপুড়ে।
স্বার্থের প্রয়োজনে শুধু আহাজারি,
মোহে পড়ে মানুষেরা করে কাড়াকাড়ি।
লোভে পড়ে কতো কিছু করে মানুষেরা,
বলে যায় সবখানে, তারা নাকি সেরা!
কেমিকেলে ডিম হয়, প্লাস্টিকে চাল,
পেঁয়াজের রসুনের দশা একই হাল।
তাই বুঝি ক্ষেপে গেছে প্রকৃতির ধারা,
'করোনা'র নামে এলো মৃত্যুর ফাড়া।
ঘেঁটে দেখো অতীতের ইতিহাস সব,
প্লেগ এসে কেড়ে নি'ছে কতো যে মানব।
কভু আসে 'নিপা' হয়ে, কখনোবা 'সার্স'।
'জিকা' হয়ে আসে কভু, কখনোবা 'মার্স'।
প্রকৃতির বিপরীতে যাও যদি চলে,
শত নামে মহামারী আসিবে ভূ-তলে।


০৯/০৩/২০২০
মিরপুর, ঢাকা।