বর্তমান পৃথিবীতে এখন দাঁতালো শুয়োরেরা,
তীক্ষ্ণ নখর আবৃত গৃধ্নু শকুনেরা,
অতি লোভী ও পা-চাটা ধূর্ত শেয়ালেরা,
আস্তিনের নিচে খঞ্জর লুকিয়ে রেখে
শান্তির বুলি কপচায়।
তারা সারা পৃথিবীতে মানুষের রক্তের ভেতরে
গোলাপ-সুবাস খোঁজে।
এশিয়া, আফ্রিকা, পশ্চিম ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে,
মানুষের রক্তিম রক্তের নহর বহায়ে যায়।
ইরাক, ইরান, বার্মা, ফিলিস্তিন, আফগানিস্তান;
কসোভা, আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা,
লিবিয়া, জর্ডান; এমন কি কাশ্মীর, উইঘুর, গুজরাটে
কল্পনা-প্রসূত সন্ত্রাসবাদের তকমা লাগিয়ে
অসম যুদ্ধের রণভূমি তৈরী করে।
অথচ, তারাই আজ অমিয় শান্তির কথা বলে;
আর মানুষের রক্ত দিয়ে হোলি খেলে যায়।
আজ ধর্মনিরপেক্ষতার ধুঁয়া তুলে মানুষ নিধনে
ক্রুসেডের গোপন নীলনক্সায়
সেই সব হায়েনারা ভিন্ন নামে ধর্মযুদ্ধ করে।


১৭/০৬/২০২১
মিরপুর, ঢাকা।