এমন করে ডাকলে পরে
      ক্যামনে ঘরে রবো!
প্রেমের টানে বৃন্দাবনে
      নিষ্ঠ কৃষ্ণ হবো।
ডাক দিয়েছে ইব্রাহিমে
      মক্কা মোয়াজ্জেমে,
সে ডাক আজও ছড়িয়ে পড়ে
      আকাশ-পাতাল-ব্যোমে।
তোমার ডাকে হন্যে হয়ে  
      ছুটে এলাম শীতে,
দুঃসাহসী নাবিক চলে
      স্রোতের বিপরীতে।
জগত-জীবন বড়ই জটিল
      সত্য গোপন থাকে,
মৃতজনও উঠবে জেগে
      তোমার মধুর ডাকে।
সত্য কথা যায় না বলা
     ওষ্ঠ-জিহ্বা দিয়ে,
'ভালোবাসি', বলছি আমি
      ইনিয়ে বিনিয়ে।
শত ছিদ্রে করুণ সুরে
      কাঁদছে মুরাল বাঁশী,
বলছে আকাশ-পাহাড়-নদী-
      'তোমায় ভালোবাসি'।


০৬/০১/২০২৩
অন্যধারা সাহিত্য সংসদ
ফার্মগেট, ঢাকা।