বাংলাদেশের দামাল ছেলে
          যুদ্ধে গিয়ে আর আসেনি,
তাই, জননীর বুকের ভেতর
          কান্না জাগে আর হাসেনি।
একাত্তরে দামাল ছেলে
          যুদ্ধ করে  রক্ত ঢেলে,
প্রাণের ভয়ে পাক হানাদার
          পালিয়ে গেলো তখতো ফেলে।
আমরা হবো আলোকিত
          সত্য-সঠিক শক্তি দেশের,
আমরা সবাই সূর্যসৈনিক
          প্রাণের প্রিয় বাংলাদেশের।
ভবিষ্যতে শক্র যদি  
          আঘাত হানে বাংলাদেশে,
আমরা দামাল যুদ্ধে যাবো
          মায়ের এ দেশ ভালোবেসে।


৩০/১২/২০১৭
মিরপুর, ঢাকা।