বুদ্ধিমানেরা নিজে নত হয়ে বড় হয় নিশ্চয়,
নির্বোধ যত হামবড়া ভাব নিজেদের জ্ঞানী কয়।
লম্ফঝম্প করে যায় তারা, মাকাল সদৃশ ফল;
জ্ঞানীদের কাছে পরাস্ত হয়, যদিও অসুর-বল।


জ্ঞানের লালিমা আলোকিত করে পৃথিবীর চারিদিক,
নির্বোধ যতো দ্বন্দ্ব বাড়িয়ে বাধায় যুদ্ধ, ঠিক।
জ্ঞানীদের তেজ চিরকাল রয়, মূর্খ আস্তাকুড়ে,
সত্য-ন্যায়ের বাণী টিকে রয় মানুষজগৎ জুড়ে।


২৩/০১/২০২০
মিরপুর, ঢাকা।