দরিদ্রতা 'বিদ্রোহী'কে মহান করেছিলো!
দরিদ্রতা বিদ্রোহকে উস্কিয়ে দেয় প্ল্যাটো বলেছিলো।
দরিদ্রতা অপরাধের সুতিকাগার জ্ঞানীজনে বলে,
কিন্তু রাষ্ট্র দরিদ্রতা পরিহারে সঠিক কর্মপথে নাহি চলে।
সবার শেষে এই জেনেছি সত্য-
দরিদ্রতা সমাজেতে টিকিয়ে রাখে বাটপার, দুর্বৃত্ত।
রাখতে ধরে তাদের আধিপত্য,
দরিদ্রতা করে না শেষ; এ কথাটাই সত্য।
দারিদ্রতা চাই না কভু চাই না;
তবুও যে শিকল ভাঙার বিদ্রোহী-সুর গাই না।
দারিদ্রতার কঠিন দেয়াল ভাঙতে,
সুখের হাসির সৌন্দর্য এ জীবনে আনতে;
রাজপথে আয়, রাজপথে আয়, রাজপথে আয় তুই,
দরিদ্রতা মুছিয়ে দেবো,
অত্যাচারীর লুটতরাজের হিসাব নেবো;
করবো দখল খল-ছলনায় ছিনিয়ে নেওয়া
আমার নিজের দুই বিঘা সে-ই ভূঁই।
রাজপথে আয়, রাজপথে আয়, রাজপথে আয় তুই।


০৯/১১/২০২২
মিরপুর ঢাকা।