দেশটা এখন চলছে কেমন
        কেমন পরিবেশ?
চারিদিকে থমথমে ভাব
        কবে হবে শেষ?
সবাই বলো জোরেসোরে
আহা! বেশ বেশ,
        আহা! বেশ বেশ!


হুণ্ডা চড়া গুণ্ডারা সব
        চান্দা তুলে খায়,
তাদের স্বার্থহানী হলে
        লাশ ফেলে যে যায়।
সাধারণে দুঃখে কাঁদে
        মনে বড়োই ক্লেশ!
সবাই বলো জোরেসোরে
আহা! বেশ বেশ,
        আহা! বেশ বেশ!


গাড়ি চলে সারিসারি
        নিয়মনীতি নাই,
দিনে দিনে দুর্ঘটনা
        বেড়ে যাচ্ছে তাই।
গাড়ির তলে পিষ্ট হয়ে
        কতো জীবন শেষ!
সবাই বলো জোরেসোরে
আহা! বেশ বেশ,
        আহা! বেশ বেশ!


রাজনীতিতে নেইকো নীতি
        গুমের সাথে খুন,
জনগণের দোহাই দিয়ে
        জ্বালছে যে আগুন।
খুনিদেরকে দিয়ে সালাম
        শ্রদ্ধা করে পেশ!
সবাই বলো জোরেসোরে
আহা! বেশ বেশ,
        আহা! বেশ বেশ!


০৪/০৮/২০১৮
মিরপুর, ঢাকা।