আমায়   ডাক দিয়েছে চোখ ইশারায়
                    আমন ধানের ক্ষেতে,
          ধান কুড়োনীর সাথে আজি
                   উঠবো খেলায় মেতে।
তার     আঁচলখানি উড়ছে বায়ে
          আমার এ মন যায় নাড়ায়ে
          ছুটছি যে তাই মাঠ পারায়ে
                      কোমল পরশ পেতে।  
          ধান কুড়োনীর সাথে আজি
                   উঠবো খেলায় মেতে।


আজি   ভোরের বেলায় শিশির পথে
                   ধামা নিয়ে হাতে,
         সুদূর মাঠে যাবো চলে
                  ধান কুড়োনীর সাথে।
তার   নীল শাড়িতে প্রজাপতি
        নেচে বেড়ায় মাতামাতি
        ধরতে তারে দু'হাত পাতি
                   স্বপ্ন দেখি রাতে।
        সুদূর মাঠে যাবো চলে
                  ধান কুড়োনির সাথে।


ওরে  ডাকিস না কেউ পিছন পানে
                  রঙ ধরেছে মনে,
         হারিয়ে যাবো আমরা দু'জন
                   গহীন কাজল বনে।
ওই  ফুলের সাথে খেলবো খেলা
       কাটিয়ে দেবো সারা বেলা
       ভ্রুকুটিকে করে হেলা
                  থাকবো তারই সনে।
      হারিয়ে যাবো আমরা দু'জন
                   গহীন কাজল বনে।


১৪/১১/২০১৮
মিরপুর, ঢাকা।