তারা ধর্মের অপব্যাখায় মত্ত হয়েছে ভবে;
হায়! ত্যাজিবে সে ধারা
          তারা এই পৃথিবীতে কবে?
ধর্মকথায় নরকের ভয় দেখায়,
স্বর্গকে পেতে অসুরের মতো মৃত্যুর বাণী শেখায়।
স্বার্থের ঠুলি চোখে দিয়ে ঐ ধর্মের কথা কয়,
আলোময় পথে হাঁটে নাকো কভু;
          সত্যকে করে ভয়।


মর্ত্যভূমিতে মরে গেলে তুমি স্বর্গ লভিবে;
          সেখানে রয়েছে অফুরান সুখধারা!
হুর-গেলমান, দুধের নহর, ইচ্ছে পূরণ;
          মোহের লোভেতে প্রাণ দেয় অান্ধারা।
পরের রক্তে রঞ্জিত করে শ্যামলিমা ভূমি,
          পৃথিবীকে তারা নরক বানিয়ে যায়;
ছলে-বলে-কলে ধূর্তেরা সবে ধরণীতে সুখ চায়।
নারী ও মদিরা, জুয়াচুরি খেলা, খেলে যায় তারা সব,
কুটিল হাসির তুফান ছড়িয়ে
          ধর্ম-বণিকে করে যায় উৎসব।


২৯/০৪/২০২১
মিরপুর, ঢাকা।