মুখোশধারী ভণ্ডের জ্বালায়,
সত্যেরা আজ আঁধারে পালায়;
মিথ্যেরা ধরে সত্যের টুঁটি চেপে।
অসাধুতা আর ছেনালিপনায়
তারা যে সিদ্ধ ছলায়-কলায়;
বকধার্মিকে সত্য কথায় ক্ষেপে।


তারা যেন সেই অসুরের ছাও,
নারী ও অর্থ পেতে চায় ফাও;
মুখেতে মুখোশ, ভণ্ডামি যতো সব!
ধর্মের নামে অধর্মতায়,
আল্লার নামে কিরা কেটে যায়;
রক্ত-ধারায় তারা করে উৎসব।


অন্ধ-বধির, মাদকাসক্ত
স্বার্থের টানে তাদের ভক্ত;
জাহিলিয়াতের কুপমণ্ডুকে রয়।
মানুষের প্রাণ হননের তরে
শ্বাপদের ন্যায় উল্লাস করে;
স্বার্থের টানে ধর্মের কথা কয়।


ব্যবসায়ী তারা ধর্মের নামে,
মত্ত-মাতাল কামে ও কুকামে;
অপব্যাখ্যায় সিদ্ধ নবীর শানে।  
যায় না তাদের বিশ্বাস করা,
ধর্ম-কথাকে পুঁজি করে যারা,
ব্যবসায়ী তারা; ধ্বংসকে ডেকে আনে।


০৫/০৪/২০২১
মিরপুর, ঢাকা।