ধর্ম যদি বিষ ছড়িয়ে দ্বন্দ্ব আনে; তবে,
কি প্রয়োজন ধর্মকথার এই মানুষের ভবে?
মসজিদে যাও! মন্দিরে যাও! গির্জাতে যাও! ভাই?
মানব প্রেমের দীক্ষা ছাড়া কোনোই মূল্য নাই।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মুসলিম নয় সে,
যদি না তার হৃদয় থাকে, সব মানুষের পাশে।
যতই করুক পূজার্চনা, নয় সে হিন্দু; ওরে!
মানবতার প্রেম যদিবা না থাকে অন্তরে।
খ্রিষ্টান নয়, মানব প্রেমে যার মন নয় সিক্ত,
মানুষ ছাড়া ধর্মকথা বিষাক্ত ও তিক্ত।
ধর্মের চে' মানুষ বড়ো, এই হলো সার কথা,
মানুষ ছেড়ে ধর্মপালন, শুধুই বাতুলতা।


০৬/০৪/২০২১
মিরপুর, ঢাকা।