আকাশ সমান ঔদার্যময় তুমি, সমুদ্র সমান প্রেম,
দেশপ্রেমিকের সেরাদের সেরা, এইটুকু জানিলেম।
রক্তে তোমার তেজঃদীপ্ততা, মননে মুক্তির গান,
ভয় কারে কয় জানতে না তুমি, এমনই দৃপ্ত প্রাণ।
মুজিবুর, তুমি শতাব্দির রাখাল! মর্ত্যভূমিতে এসে,
প্রাণের গহীনে প্রাণটি মিলায়ে বাঙালিকে ভালোবেসে
গেয়ে গেছো অমর বিজয়ের গান; গহীন প্রাণের সুরে,
ভালোবাসা আর দৃপ্ত চেতনায়, অন্তহীন সুমধুরে।
সেই দীপ্র শিখার আদর্শগুলো বিকশিত হয়ে আজ,
স্বদেশ প্রেমের বিচ্ছুরণে দেখায় যে কারুকাজ।
'জয় বাংলা' সে-ই মল্লার গান লক্ষ কণ্ঠে বাজে,
আজও যে তুমি প্রেরণাদায়ক বাঙালির সব কাজে।
তোমার রক্তকণিকা আজিকে তোমারই বৈঠা লয়ে,
বংলাদেশকে নৌকায় তুলে সঠিক পথে যাচ্ছে বেয়ে।  
দূরাগত আলো ধ্রুবতারা যেমন দেখায় সঠিক পথ,
তুমিও তেমন আলোকের শিখা বুকে আনো হিম্মৎ।
মুজিব এবং বাংলাদেশ একাকার, চিরঞ্জীব
কালের প্রবাহে যাবে না হারায়ে বঙ্গবন্ধু শেখ মুজিব।


০৫/১০/২০১৯
মিরপুর, ঢাকা।