অতুল স্বপ্নের গন্ধ, মনোহর প্রশান্ত গোলাপ
দান করে গেছো তুমি; অনাবিল শরীরে শরীর,
চোখের দৃষ্টিযাপনে, মধুময় ঠোঁটে ঠোঁট রেখে
নিরানন্দে তুলে আনো ঝঞ্ঝাময় সমুদ্রের নীর
ভালোবাসার প্রচাপে। অচপল আঙুলের স্পর্শে
কেঁপে উঠে দিব্য দেহ থরথর যথারীতিভাবে,
অনুচ্চ শব্দের স্বর রমণের নিঃসঙ্কোচে ঝরে
অলৌকিক পৃথিবীতে অবারিত স্নিগ্ধিত স্বভাবে।


কাঁচের চুড়ির শব্দ, খোলা মাঠে বৃষ্টির প্লাবন,
আমায় নির্বাক করে। অত্যুজ্জ্বল দীপ্ত অন্তর্বাস
অন্ধকার নিংড়ে আনে তীব্রতর অন্তর দহন;
বিকশিত প্রেমে সঞ্চারিত করে অনন্ত উচ্ছ্বাস।
তুমি সেই প্রিয়ংবদা জগতের প্রিয়তি আমার,
অতুল সোহাগে কেঁপে উঠে হই শান্ত নির্বিকার।


০৭/০৬/২০১৯
মিরপুর, ঢাকা।