অন্ধকারে জ্বেলে দাও তীক্ষ্ম আলো তারার বালিকা,
চারিদিকে অমানিশা- ঘন কালো, ঝড়ের বৈশাখ,
বিদ্যুতের নীল ছবি তুলে আনো; উজ্জ্বল মালিকা
পরাও রাতের কণ্ঠে, অনন্তের তারাদের ঝাঁক।
স্পর্ধিত চুম্বনে আনো অগ্নিধারা, প্রচণ্ড উত্তাপে
পৌষরাতে নেমে আসে দাবদাহ সমস্ত শরীরে,
স্বপ্ন অশ্রু একাকার হয়ে যায়, পোড়ায় সন্তাপে,
তাতে নিরিবিলি স্নান করে যাই কামনার নীরে।


তোমার উদ্ধত স্তন স্নিগ্ধ-স্বপ্ন, আগ্নেয় পর্বত,
নাভিমূলে রক্তিমাভ শব্দফুল ফোটে অনর্গল;
রক্তিম ঠোঁটের দেশে সূর্য উঠে, খুঁজি গিরিপথ,
আর্তনাদে জেগে উঠে সুখধ্বনি, বহে ঝর্ণা-জল।
অনুরাগের প্রচাপে নেমে আসে নিদারুণ ক্ষমা,
মূহুর্তেই অবসাদ দূর হয়, যতো ছিলো জমা।


১২/০৪/২০১৯
মিরপুর, ঢাকা।