ভীষণ রকম প্যারায় আছি গ্যাঁড়াকলের মাঝে,
সত্য কথা যায় না বলা মুখে এবং কাজে।
মিথ্যা যদি বলি, তবে, পিতায় মুত্র খায়!
বললে সত্য মা-জননী তালাক হয়ে যায়।
চুপ থাকি তাই ভাবলেশহীন মগ্ন আপন মনে,
কানে কানে বলছে এসে ফেরেস্তা-শয়তানে।
ফেরেশতা কয়, ‘সত্যটি বল, সত্য হলো খাঁটি;
শয়তানে কয়, ‘মিথ্যাটি ক', নইলে সকল মাটি’!
জীবন যখন যুদ্ধ মাঠে রক্ত-আগুন-চাই!
ক্ষীণ কণ্ঠে বলে দিলাম, ‘কিচ্ছু শুনি নাই’।
মরলো না সাপ, বাঁচলো লাঠি, বাঁচলো পরিবার;
বলছে সবাই, ‘ধন্যি ছেলে, খুবই চমৎকার’!
এমন ধন্যি ছেলে হয়ে বাঁচতে যদি চাও;
দ্বন্দ্বকথা বন্ধ করে ছন্দ বেটে খাও!


০৯/১২/২০২২
মিরপুর ঢাকা।