দহসি অন্তরে দাবানল জ্বলে লালসার আল্পনায়,
তুমি অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপ করো জ্বলোন্মুখ বারুদকণায়।
জ্বলে উঠে প্রাণ পরোয়াবিহীন, প্রাণ বাজি ধরা পণে;
দেহের অলিন্দে জ্বলে উঠে তেজ অঘোষিত রণাঙ্গনে।
জীবনের যে সকল স্বপ্ন স্নিগ্ধ ভোরের বাতাসে
         কুসুমের মতো সূর্যের আলোয় স্নান করে,
প্রত্যুষের মুখরিত ভোরে;
সেখানেই তুমি হেসে ওঠো খলখল স্বরে-
                                    নাগরিক অট্টহাসি!
নির্দ্বিধায় বলে যাও- ‘ভালোবাসি, ভালোবাসি’।  
রিক্ত, নিঃস্ব, আমি অসহায়,
অস্তমিত এ পড়ন্ত গোধূলি বেলায়-
আত্মসমর্পণের ভঙ্গিতে আছি চেয়ে;
ওই বুঝি নেমে আসে সদাসয়া রূপস্বিনী-
             মৃত্যুর মতো সুন্দরী !
                            তমসার নীরব ধমনী বেয়ে।


০৭/১২/২০১৭
মিরপুর, ঢাকা।