আয় রাধিকা! হোলি খেলি।
মুক্ত কর্ তোর চুলের খোঁপা,
খুল্ রে কালো কেশের চেলি॥


আর যাবো না মথুরাতে
জীবনেরই ঘোর সংঘাতে
বসন্তেরই পূর্ণিমাতে
রবো ব্রজে গলাগলি॥


চাতকের মন শুধু কাঁদে
উর্ধ্বপানে চেয়ে থাকে,
মেঘের জলে স্বপ্ন বাঁধে
ভুলতে চায় সে যন্ত্রণাকে।


ঘুরেছি তো জগৎ জুড়ি
পাইনি এমন রাইকিশোরী
যক্ষ্মীণি রুক্ষ্মীণি ছাড়ি'
আবির মেখে খেলবো হোলি॥


১৯/০৩/২০১৯
মিরপুর, ঢাকা।


(গীতিকবিতা)