ফাগুনের এই পূর্ণিরাতে
আবির-গুলাল নে মাখিয়ে
         গোপীগণের সনে;
আয় রে বৃন্দাবনে।
রাধিকা আজ দোলের নেশায়,
গানের সুরে দোল খেয়ে যায়।
ভুলে গিয়ে হিংসা-বিদ্বেষ
নৃত্যগীতে মাতিয়ে যা,
       আর পাবিনে ভবে;
বসন্তোৎসবে।
ঘরে কেনো একলা একা?
আয় বাসন্তী, অনুলেখা!
দে ছড়িয়ে প্রাণের আবির,
খোল-করতাল বাজনা বাজা;
        নাচ রে তালে তালে;
দোলযাত্রার কালে।
প্রাণের মাঝে প্রাণের ছোঁয়া,
আয় প্রিয়তি! জ্যোৎস্না-ধোয়া;
বসন্তরাগ ছড়িয়ে পড়ে
এবং রাধা নৃত্য করে
         কৃষ্ণ শ্য্যামের সাথে;
দোল পূর্ণিমার রাতে।


২০/০৩/২০১৯
মিরপুর, ঢাকা।