কফিসপে কফি খেতে ভালো লাগে না একটুও তার,
সুগন্ধি কফির তিক্ত স্বাদ অত্যন্ত বিস্বাদ লাগে;
তবুও, আরেক কাপ কালো-কফি দিলো সে অর্ডার।
কারণ, এটুকু কালব্যাপি দেখতে পারবে তাকে।
পরিপাটি পাশের টেবিলে সে নিদারুণ সুন্দরী!
অপেক্ষায় বসে আছে একা, হয়তো কারোর তরে;
মেয়েটিকে অপলকে দেখতে পারবে মন ভরি';
তাই বিস্বাদিত তিক্ততার স্বাদ আস্বাদন করে।
দৃষ্টিতে পরম সুখ ঝরে পড়ে শিশিরের মত
গভীর নিঃশব্দ স্বরে, স্নিগ্ধ মননের আঙ্গিনায়;
চোখাচোখি হয়ে গেলে, চোখ দুটো করে অবনত।
যেন, কিছুই দেখছে না সে মৃত্তিকার দুনিয়ায়!
অধরাকে ধরার আকাঙ্ক্ষা মানবের চিরকাল,
বাস্তবে না পেলেও দৃষ্টিতে হতে চায় উন্মাতাল।


০৩/১১/২০২২
মিরপুর ঢাকা।