ডুব দিবি সই, ডুব!
ভালোবাসার নিথর জলে ডুব দিয়ে হ' চুপ।
                   ডুব দিবি সই, ডুব?
প্রেমের গাঙে ডুব দিলে তোর ভিজবে না চুল জানি,
পাড়া-পড়শি করবে কানাকানি।
পিরিত হলো কলঙ্ক দাগ
লাল ও নীলের দোলেরই ফাগ
রঙ মেখে তুই সঙ সাজিবি
দুই বগলে ঢোল বাজাবি
ক্লান্ত হয়ে দিনের শেষে হবি রে নিশ্চুপ।
ডুব দিবি সই, ডুব!


ভিজে গেলে শাওন রাতের বৃষ্টি জলে
তলে তলে যাবি গলে,
গাছের ডালে ফুটবে তখন কদম ফুলের রঙ
প্রেম মহিমায় ভাসবি যখন করবি কতো সঙ;
গন্ধরাজের সুগন্ধটা ছড়িয়ে দিয়ে
শ্যাম বালকের বুকের মাঝে মুখ লুকিয়ে
বিনোদিনী ব্রজবালা চাঁদের দেশে
নাচবে তখন ভালোবেসে,
নাচবি কি তুই শ্যামের সাথে টাপুর টুপুর টুপ?
ডুব দিবি সই, ডুব!


কালাচানের রাধা ছিলো বৃন্দাবনে
বাঁধা ছিলো ব্রজবুলির পদাবলী খুব গোপনে,
কিসের নেশায় হঠাৎ করে যায় সে মথুরাতে
যায় চলে যায় সকল ছেড়ে একলা ঝড়ের রাতে।
রুক্ষ্মীণি তাই দুঃখিনী নয়
কূটের সাথে মধুরে কয়
বন্দী করে নয়ন ঠারে তাঁরে
প্রেম-পাগুলে রাধার কৃষ্ণটারে।
রাধা কাঁদে গহীন রাতে জ্বালিয়ে দিয়ে ধুপ,
ডুব দিবি সই, ডুব!


১৩/০৬/২০১৮
মিরপুর, ঢাকা।