(ছড়া)


            দুই একে দুই
ঝগড়াঝাটি করবো না আর, বন্ধু হলি তুই।
             দুই দ্বিগুণে চার
কোথাও কিছু পেলে আমি বলবো- ‘ এটা কার?’।
              তিন দ্বিগুণে ছয়
সত্য পথে চলবো সদা, করবো নাকো ভয়।
               চার দ্বিগুণে আট
অবহেলা করবো নাতো শিখতে নিজের পাঠ।
               পাঁচ দ্বিগুণে দশ
সময় মতো করবো যে কাজ, হইবো না অলস।
                ছয় দ্বিগুণে বার
পাঠ্য পুস্তক পড়ার পরে বই পড়বো আরো।
                সাত দ্বিগুণে চৌদ্দ
সময় করে নিয়মিত পড়বো কিছু পদ্য।
                আট দ্বিগুণে ষোল
‘মানুষ তরে মানুষ জীবন’ সব মানুষে বলো।
                 নয় দ্বিগুণে আঠার
‘দেশ মঙ্গলের স্বার্থহানী’ শুনবো না মত কাহারো।
                  দশ দ্বিগুণে কুড়ি
আয় বুঝিয়া ব্যয় করিবো, করবো না জুচ্চুরী।

০৯/০৮/২০১৪।
মিরপুর, ঢাকা।