কষ্টগুলো বুকের ভেতর সযতনে চেপে রাখি,
কেউ জানে না রাতবিরাতে একলা কেনো জেগে থাকি!
সাগরজলের কান্নাগুলো ক্যামন করে বুকে রাখি?
কেউ জানে না সারাক্ষণই হাসিখুশি ক্যামনে থাকি!
শূন্য এ ঘর পূর্ণ করার হাজার রকম ফন্দি আঁকি,
দিবস শেষের লক্ষ্য ব্যথা কেমন করে চেপে রাখি!
বুকের কষ্ট পুড়িয়ে দিতে দিবারাতি স্বপ্ন আঁকি,
সুখের আশায় আপন স্বজন প্রিয়জনকে দূরে রাখি।
গোবরে পোকার জীবন নিয়ে অন্ধকারে পড়ে থাকি,
কেউ জানে না দীর্ঘ পথের আর কতোটা আছে বাকি।
নিজের সাথে যুদ্ধ করি বোঝে না কেউ এই চালাকি,
সারাক্ষণই ব্যস্ত কাজে নিজকে নিজেই দেই যে ফাঁকি।
শ্রান্ত ক্লান্ত জীবন নিয়ে সুখের আশায় ব্যস্ত থাকি,
প্রশ্ন আমায় করে না কেউ, 'কবি তুমি কাঁদছো নাকি'?
আলো ছেড়ে অন্ধকারের শূন্যতাকে বুকে রাখি,
কু-চালাকি যতোই ঢাকি এখন দেখি সবই ফাঁকি।
দুঃখ ভোলার ছলগুলোকে রঙিন তুলির স্বপ্নে আঁকি,
রুক্ষ মরুভূমির ব্যথা অশ্রুজলে ঢেকে রাখি।


১৭/০১/২০২১
মিরপুর, ঢাকা।