মন যে আমার পাগল পাগল প্রিয়তি-আকর্ষণে,
তাঁর তরে হয় জীবনযাপন নগরে কিংবা বনে।
সে জন যখন বন্ধুর প্রেমে টেনে নেয় তাঁর বুকে,
চোখের পাতায় ঘুম এসে যায় অনাবিল এক সুখে।
বন্ধু আমার প্রাণের প্রিয়তি, সাগর জলের গান,
তাঁর নাম জপি তজবি-মালায়, দিনরাত পেরেশান।
বন্ধু সে জন অরূপরতন ভালোবাসা তাঁর তরে,
তাঁর পরশেই হৃদয় আমার কেঁপে উঠে থরে থরে।


পরান বন্ধু! ভালোবাসি বলে, দূরে দূরে তাই থাকি,
অন্তর দিয়ে অপরূপ ছবি অন্তরে যাই আঁকি।
মরমবেদনে কালে কালে যেন অতুল পিরিতি পাই,
দুঃখে ও সুখে পরানের তলে তোমারেই শুধু চাই।
যেভাবেই থাকি ধরণীতে, যাবো তোমাকে যে ভালোবাসি।
তুমি যে আমার জগতের সুখ, দুঃখহারণী বাঁশি,


২৭/০৪/২০১৯
মিরপুর, ঢাকা।