যেখানে ভালোবাসার প্রচণ্ড আলো
উজ্জ্বল হয়ে জ্বলে অবিরামভাবে;
সেখানে অন্ধকার নেমে এসে, কালো
চাদরেতে ঢেকে দেয় আপন স্বভাবে।
মানুষেরা যতো চায় আপনার করে,
আক্রোশী সংঘাতে ততো যায় সরে।
জীবনের সরলতা, প্রেম, ভালোবাসা
জুয়ার ঘুঁটির মতো রূপ বদলায়!
কূটিল সমাজে স্বার্থ-মোহের আশা
সামাজিক কাঠামোতে ক্রমে বেড়ে যায়।


তোমার নিকটে যতবার যাই আমি,
ভিখেরির মতো প্রেমের বাসনা করি;
নতজানু হয়ে হাত পাতি দিবা-যামী,
প্রিয়, ততোবার তুমি দূরে যাও সরি'।
মানুষের এ জীবন আগুনের মতো,
ঘর-দোর, সোনা-দানা পোড়ায় নিয়ত।
দুঃখদহনে পুড়ে কেউ হয় ছাই,
কেউ পুড়ে পুড়ে হয় সোনাবৎ খাঁটি;
এমন আগুনে আমি পুড়িবারে চাই,
যে জীবন সোনা হয়ে, হয় পরিপাটি।


০৫/০২/২০২২
মিরপুর, ঢাকা।