ভালোবাসা! সেতো একটি মাটির প্রদীপ;
অনুরাগের তেল যতো রাখবে তাতে-
জ্বল জ্বল করে জ্বলবে অন্ধকার রাতে;
আঁধার তাড়াবে দুইহাতে
             দুঃখময় জীবনের সংঘাতে।


জীবনের দুঃখগুলো চিরল পাতার মতোন
ক্ষাণিক বাতাসেই কেঁপে কেঁপে উঠে;
এক ফোঁটা সুখ ঢেলে দিলে তাতে
শ্রাবণ ধারার বৃষ্টি মতোন
          ঝরে পড়ে জীবনের করপুটে।


সুখের বাড়ি বড়োই ক্ষণস্থায়ী,
নদী-ভাঙ্গা-পাড়ের মতোন ঝরে যায়;
যতোবার তারে বাঁধ দিতে চাও,
ততোবার সে জলেতে হারায়।


দুঃখবোধের সরলতায় জীবনের পরতে পরতে
জেগে উঠে যে সব গানের কলি!
এসো, দুইহাতে জড়িয়ে ধরি আপন মহিমায়-
দুঃখ মন্থনে সৃষ্টি করি সুখের নামাবলি।