পকেটে রেখেছি ভরে আশার সোনালী  
আলো। সারারাত ধরে কুড়ায়েছি যারে
চুপিসারে; ঘুচাবে সে জীবনের কালি;
সুখের জগতে নেবে যতনে আমারে।
কখন প্রভাত হবে? অনন্ত আশায়
চেয়ে থাকি চোখ মেলে পূবের আকাশে,
রাতের জোনাকি এসে প্রেরণা যোগায়,
ওই শোন পাখি গাহে নির্মল বাতাসে।


হেঁটে চলি দীর্ঘ পথ কাঁধে নিয়ে ঝুলি,
রাতের আঁধার কেটে প্রভাতের পানে;
চাঁদের শরীরে খুঁজি আলোর কুহেলী
নিরন্তর; সুখময়  ভৈরবীর গানে।
ভুল পথে হেঁটে গেছি আসেনি প্রভাত,
জীবনে প্রভাত নেই, আজীবন রাত।


১৮/০৮/২০১৮
মিরপুর,  ঢাকা।