এ কেমন ভোর এলো? ঘন অন্ধকার;
কূজনের স্বর যেন শুধু হাহাকার!
পূর্ব দিগন্তের ভালে ভোরের সবিতা
জ্বলজ্বল জ্বলে যায়; যেন মহা-চিতা।
রাতের গহীনে জ্বলে আঁধারের কালো,
চিরন্তন সত্য; আহা, এর চেয়ে ভালো।
নিশিথের কালো রেখা সয়ে যাওয়া যায়,
ঝলমলে আলোময় ভোরের আশায়।


ঊষাকালে যদি বাজে বেদনার গীত,
কেঁপে উঠে থরথর জীবনের ভীত।
প্রভাত এলো না আর আলো ধরে বুকে,
এ জীবন অন্ধকারে মরে ধুকে ধুকে।
হেঁটে যাই চিরদিন আলোর আশায়,
সুখময় জীবনের প্রেম প্রত্যাশায়।


০৮/০১/২০১৯
মিরপুর, ঢাকা।