এবার আমায় নাও তুলে নাও, ওগো ফুলেশ্বরী!
তোমার নামেই উঠলো বেজে আমার বিজয়ভেরী।
          তোমার পথের ধুলার মাঝে
          বসে থাকি সকাল-সাঁঝে
মন বসে না কোন কাজে, ওগো বিভাবরী।


মন প্রিয়তি! এসো তুমি অশান্ত এ প্রাণে,
তোমার জপমালা জাগে আমার সকল গানে।
          চিত্ত আমার নৃত্য করে
          তোমার নামের সুরটি ধরে
করুণা রস পাবার তরে চলছি উজান পানে।


সিন্ধু জলে তোমার নামের সুর উঠেছে আজি,
সেই সুরেতে ভেসে যেতে আমার এ মন রাজি।
          আকাশ সিন্ধু একই সাথে
          নেচে বেড়ায় দিনে রাতে
তাদের সাথে নাচতে যে চাই নিয়ে ফুলের সাজি।


০৭/০৬/২০১৮
মিরপুর, ঢাকা।