এই মানুষ জীবন এক ফোঁটা জলের বুদ্বুদ-
বিস্তৃত বায়ুর মাঝে নিজের ভেতরে ধরে রাখে
কিছু বায়ু; অতঃপর, মিশে যায় বায়ুর সাগরে।
অস্তিত্বের অন্ধকারে অনস্তিত্বের আলোকধারা
নিরন্তর প্রবাহিত মানুষের জনম জনম ধরে।
জীবন-মৃত্যুর মাঝে ব্যবধান এক পলকের;
অন্তহীন অন্ধকার বিশাল জগতে একদিন সে
নিশ্চয়ই হারাবে বুদ্বুদের মতো বায়ুর গভীরে।


১৮/০২/২০১৯
মিরপুর, ঢাকা।