ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ।
রূপার মতোন চাঁদ উঠেছে নেইকো চোখে নিদ।
ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ।


রোজার শেষে মুচকি হেসে উঠলো ঈদের চাঁদ,
আনন্দময় ঈদুল ফেতর ভাঙলো খুশির বাঁধ।
          সুজন-স্বজন প্রতিবেশী,
          ডাকো তাদের যতো খুশি,
ঈদের দিনের আনন্দতায় গাইবো রে সঙ্গীত।
ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ।


ইসলামেরই চর্চাতে আজ রোজার উপাসনা,
নারী পুরুষ শিশু মিলে করছে যে অর্চনা।
           পথের পাশের শিশুটিকে
           টেনে নেবো বুকের দিকে,
দুঃখ কষ্টের যন্ত্রণা তার হবে রে অতীত।
ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ।


ফিরনি সেমাই মণ্ডা মিঠাই কোরমা ও পোলাও,
মশলা-মাখা মুরগীর রোস্ট যতো ইচ্ছে খাও।
          আজকে কোন নেইকো বাধা,
          এসো, বন্ধু ভগ্নি ভ্রাতা,
আল্লাহর কাছে করবো দোয়া পরস্পরের হিত।
ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ।


ঈদগাহেতে যাবো সবাই নতুন কাপড় পরে,
গরীব-দুখী, আমীর-ফকির কেউ রবে না ঘরে।
          খুৎবা শুনবো প্রভুর শানের,
          সাদকা ফিৎরা যাকাত দানের,
উৎসবে আজ উঠবো মেতে, গড়বো প্রেমের ভীত।
ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ।


০৪/০৬/২০১৯
মিরপুর, ঢাকা।