প্রিয় কবি,
    আগামী ২২ জুন, ২০১৮, শুক্রবার, বিকাল ৩-৩০ ঘটিকায় বাংলা কবিতার কবিদের ''ঈদ পুনর্মিলনী ও কবিতার আসর'' অনুষ্ঠিত হবে।
কবি ইচ্ছা করলে স্বামী/স্ত্রীকে নিয়ে আসতে পারেন। মন্তব্যে তা অবশ্যই উল্লেখ করতে হবে। অনুগ্রহপূর্বক, আপনার উপস্থিতি স্পষ্ট মন্তব্যের মাধ্যমে প্রকাশ করুন।


    মন্তব্যের মাধ্যমে নিবন্ধিত না হয়ে অনুষ্ঠানে উপস্থিত হলে, আমাদের আয়োজনের ক্ষেত্রে বিশৃংখলার সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা আছে। তাই, এ দিকে খেয়াল রেখে কবিবন্ধুরা অবশ্যই স্পষ্ট মন্তব্যের মাধ্যমে আপনার  সদয় উপস্থিতির কথা জানাবেন। আসন সংখ্যা সীমিত।


উল্লেখ্য যে, এ অনুষ্ঠানের  সমুদয় খরচ বহন করবেন, আমাদের বাংলা কবিতার ডট কমের কবি খলিলুর রহমান।


(বিঃ দ্রঃ 'শুভ কামনা' জাতীয় মন্তব্যকে সম্ভাব্য উপস্থিতি হিসেবে ধরা হবে না।)


অনুষ্ঠানের স্থানঃ
গ্রাণ্ড প্রিন্স হোটেল ( GRAND PRINCE HOTEL)
প্যারাডাইস প্লাজা, মিরপুর- ১, ঢাকা- ১২১৬।
(মিরপুর- ১ -এর ওভারব্রিজ সংলগ্ন)

আসর কবি- কবি খলিলুর রহমান
আসর সভাপতি-  কবি রুনা লায়লা


কবিতার আসরের অনুষ্ঠানসূচী:
⭐ প্রথম পর্ব- (০৩:৩০ হতে ০৪:৩০ ঘটিকা)
* উপস্থিত কবি ও অতিথিদেরকে সাদর অভ্যর্থনা,
* সভাপতি ও আসর কবির আসন গ্রহণ,
* আসর কবির পরিচিতি; কবিতা পাঠ ও শুভেচ্ছা জ্ঞাপন।


⭐ দ্বিতীয় পর্ব- (০৪:৩১ হতে ০৬:৩০ ঘটিকা)
* স্বরচিত কবিতা পাঠ ও চা বিরতি।


⭐ তৃতীয় পর্ব- ( ০৭:০০ হতে ০৮:০০ ঘটিকা)
* কাব্যচিন্তন,
* আড্ডা/প্রশ্নোত্তর,
* আসর কবির বক্তব্য,
* সভাপতির সমাপনী ভাষণ,
* রাতের খাবার (ডিনার) গ্রহণ।


মোবাইল -  
কবীর হুমায়ূন- ০১৭৩৩-৯৯০ ৯৬৫
অনিরুদ্ধ বুলবুল- ০১৯১১-৩৮৫ ৯৫৫


যারা 'ঈদ পুনর্মিলনী ও কবিতার আসরে' উপস্থিত থাকবেনঃ
(সম্ভাব্য) নিমন্ত্রিত কবি ও অতিথির সংখ্যা- ১৫ জন।
সর্বকবি
১। জাহিদ হোসেন রনজু
২। মো: মোজাম্মেল হোসেন
৩। মুহাম্মদ মনিরুজ্জামান
৪। মিনু গরেট্টী কোড়াইয়া (বৃষ্টিরানী)
৫। শব্দ মাধুকরী
৬। জে আর এ্যাগ্নেস
৭। মুহাম্মদ মনিরুল ইসলাম(মনির)
৮। রুবু মুন্নাফ
৯। মোঃ শফিক আল বারি
১০। মোঃ জাহিদ হাসান
১১। এম ডি সবুজ
১২। ফেরদৌস আহ্ মেদ
১৩। আলমগীর সরকার লিটন
১৪। মোঃ সাখাওয়াত হোসেন
১৫। জ. র. জিম
১৬। সোহাগ আহমেদ ( কবি চাঁছাছোলা )
১৭। আফরিনা নাজনীন মিলি
১৮। সিবগাতুর রহমান
১৯। আনিছুর রহমান
২০। সরদার আরিফ উদ্দিন
২১। এস, আই হামজা
২২। খায়রুল আহসান
২৩। শাহানারা রশিদ


যেহেতু, আসন সংখ্যা সীমিত। কবিদের উপস্থিতির প্রতিশ্রুতি অনুযায়ী, আমাদের কাঙ্খিত আসন সংখ্যা পূর্ণ হয়ে গিয়েছে। তাই, এ পোস্টের মন্তব্যের ঘর বন্ধ রাখা হলো। এ জন্য অত্যন্ত দুঃখিত।


পরবর্তীতে আমরা সীমাহীন কবিবন্ধুদের সাথে মিলিত হয়ে অনুষ্ঠান করবো, ইনশাল্লাহ।