মাহে রমজান হলো অবসান মুসলিম ঘরে ঘরে,
ঈদের খুশির আনন্দধারা সকলের অন্তরে।
আঁধার সিন্ধু পাড়ি দিয়ে এলো সোনালী চাঁদের আভা,
উৎসব নামে মাঠে ময়দানে হৃদয়ে জাগিছে কাবা।
ওরে মুসলিম! উদার অসীম ঐ হেলালের তলে,
জমায়েত হও মানুষের তরে, এসো মিলি দলে দলে।
মানুষের সব দুঃখ-বেদনা আজ নেবো ভাগ করে,
মিলনের গানে সেবা-প্রীতি-দানে সব মানুষের তরে।
নিঃস্বকে দেবো সঞ্চিত ধন- যাকাত-ফিতরা যত,
ঐক্যে মিলবো শান্তির তরে সুখে র'বো অবিরত।
ধনী ও গরীবে ব্যবধান তুলে, করবো না অবহেলা,
পাড়া-প্রতিবেশী সকলের সাথে কাটাবো যে সারাবেলা।
সারাজাহানের মুসলিম যতো একে অপরের ভাই,
ঈদগাহে এসে জামাতে মিলবো, এইটুকু শুধু চাই।
ঐক্যবদ্ধে ধ্বংস করবো সকল অত্যাচারী,
ইসলাম হলো মানুষের তরে, এই কথা হোক জারি।
মৃত্যুকে কোন ভয় নহে আর, হাতিয়ার নাও হাতে,
হও আগুয়ান হে মুসলমান! জীবনের সংঘাতে।
ফিলিস্তিনের মুসলমানেরা অত্যাচারিত আজ,
ঈদগাহে এসে লাশ হয়ে যায়, কোথায় রাখবো লাজ?
ঈদ উৎসবে গাইবো সকলে সাম্যের জয়গান,
বুলন্দ স্বরে ধ্বনি তুলি আজ- আল্লাহ সুমহান।


১৩/০৫/২০২১
মিরপুর, ঢাকা।