আজ বৃহস্পতিবার (১৮/১০/২০১৮) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে
কিংবদন্তি লিড গিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী
ও গায়ক আইয়ুব বাচ্চু ইহধাম ত্যাগ করেছেন।
তাঁকে স্মরণ করে আমার এই লেখা।
--------------------------------------------------


এক আকাশের তারা গোনার ইচ্ছায়
নীরবে এক সকালে চলে গেলে তুমি।
এই মৃত্যুর শহরে এসেছিলে বুঝি
কবিতার সুখ দিতে গীটারের সুরে?
'কষ্ট পেতে ভালোবাসি'- এই কথা বলে
অসীম আকাশে কষ্টের প্রদীপ জ্বেলে;
সেই যাদুর গীটার বাজাতে বাজাতে
চলে গেলে দূর দেশে, অনন্ত জগতে।


মোহময় সুরে সুরে অচেনা কষ্টকে
দীপ্ত তারুণ্যের প্রাণে অপার মুর্চ্ছনা
সৃষ্টি করে গেলে তুমি- হে আইয়ুব বাচ্চু!
বিগলিত আদ্রকণ্ঠে 'এলআরবি'র সঙ্গে
আর কি উঠবে না বেজে রূপালী গীটারে
প্রাণকাড়া সুরের লহরী শহরে-বন্দরে!


১৮/১০/২০১৮
মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।