এক মুঠো বিশল্য দাও আমায়, প্রিয় বন্ধু!
সমস্ত বুক জুড়ে আজ বিষের নদী বয়;
জমাট বাঁধা বরফের মতো শীতল হচ্ছে প্রাণ,
তোমার অবহেলায় অতর্কিত মৃত্যুর কথা কয়।


কেমন তরো হিয়া তোমার, প্রণীতা বিধুমূখী!
ভালোবাসার হোমরসে হয় না ক্ষাণিক সিক্ত?
অচপল প্রাণ কেঁদে ফেরে উষর মরুর পথে পথে,
ছড়িয়ে যাও তুমি, নিঠুরা! বিপুল গরলের তিক্ত।


ভবি-জ্ঞানে তোমায় নিত্য দিয়েছি পুজো,
সকল ভালোবাসা- অহংকারী চেতনার ফূল;
জীবন বৃক্ষের পত্র-কান্ড-শাখা-প্রশাখা,
আমার অস্তিত্বের রক্ত-ক্ষরণের রোম-মূল।


ভুলে গেছি আজ মানুষ-জীবনের কথা-
ক্রোধ-হিংসা-দ্বেষ-মান-অভিমান-লাজ;
ভালোবাসা লাগি' বিক্ষিপ্ত এই বিরহী প্রাণ,
সম্বিৎ ফিরে পায়; ক্রমশঃ নেমে আসে সাঁঝ।