চলে যাবো কালের ডাকে তুমি আমি ঠিকই-
চাঁদের বুকে কলঙ্ক দাগ দেখবে তখন সবে,
বলবে তারা বিষাদ মুখে মৃদুস্বরে; এ কি!


ঐ যে অবুঝ বেভুল মাঝি ধরেছিলো হাল-
অতল জলে ডুবে গিয়ে মরন নিলো, হায়!
ঢেউয়ের তোড়ে নৌকা ডুবে, ছিলো কি মাতাল?


জানবে না কেউ কেমন মদে বেহুঁস ছিলেম আমি,
দক্ষ মাঝি রক্ষাখানি পেলো নাকো আর;
জানবে তুমি- রাতুল চরণ জীবন থেকে দামী।


সেই চরণের ছোঁয়া পেতে কাব‌্য কথার ছলে-
গাঁও গেরামের সবুজ হৃদয় তীব্রানলে পোড়ে
ছাই হয়ে যে অভিমানে ডুবে নদীর জলে।


শ্বেত পাথরের ফলকখানি দিও নাকো আর;
প্রতি ভোরে এক মুঠো ফুল দিয়ে যেও তুমি
শিশির ভেজা ঘাস মাড়িয়ে, ভুলে অহংকার।