একদিন চলে যাবে, ভুলে যাবে সব!
খুঁটে খাওয়া শস্যদানা পাবে না যখন।
অন্তরে বিদ্বেষ ঢেলে,
পুঞ্জীভূত ক্ষোভে ঘৃণাভরে চলে যাবে।
চলে যাবে প্রাণপণে বিধ্বস্ত নগর ছেড়ে,
অন্য কোন শস্যের সম্ভারে।


অদ্ভুত সম্পর্ক আজ আমাদের মাঝে!
অস্তিত্বের অন্তরঙ্গ আস্তানায় যখন তখন
গল্প হয়, কথা হয় ম্যাসেঞ্জারে ক্লান্তিহীনভাবে।
অথচ, হয়নি আমাদের পরিচয়-
কোমল হাতের স্পর্শে শিহরণ জাগেনি কখনো,
তিমিরপঙ্কের স্রোতে হয়নি লীলার বিচ্ছুরণ,
চিবুকে চিবুক রেখে অস্তিত্বের মৃন্ময়ী পরাগ
হয়নি যে মাখা অন্য সব মানুষের মতো।


অকস্মাৎ একদিন অন্তর্হিতা হবে,
রঙধনু আঁচলের খোশবু ছড়িয়ে চলে যাবে।
শূন্য শস্যের ভাণ্ডার পড়ে রবে
দুর্ভিক্ষের দেশে ক্ষুধার্ত জনগণের দৃষ্টির সম্মুখে।
তুমিহীন আমি পড়ে রবো নিস্তরঙ্গ বুড়োদের মতো,
পৃথিবীর এক কোণে।


১২/০৫/২০২০
মিরপুর, ঢাকা।