একজন কৃষকের শক্তি
-------------------
আমাকে দেখো, একক কৃষক!
শস্য এবং দুঃখে আবদ্ধ;
চকচকে নয় জীবনের কথা।
আমার ক্ষোভিত শব্দেই ভাঙতে পারে,
তোমার রাজনৈতিক সমুদ্রের নীরবতা।


১৬/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।


('অমর একুশ' বাংলা ভাষার সাথে ওতপ্রোতভাবে জড়িত।
তাই, একুশ শব্দের কবিতা চলুক কবিতার আসরে।
তার চেষ্টা করে যাই এই অনু কবিতায়।)