একটি চুম্বনে ভেসে গেলো চাঁদ
        মরা কাটালির নদীর জলে,
চারিদিকে নামে শিহরণ ধারা
        অন্ধকারকে দু'পায়ে ঠেলে।


রতির জ্যোতিকে বিভাজিত করে
        কাঁপে থরথর বিশ্বময়,
ক্লান্তি সকল নিমেষে হারায়
        বুজেছি প্রিয়তি নিঃস্ব নয়।


অরূপ প্রিয়তি তোলপাড়ে নাচে
        নাচায় ধরণী, নাচায় প্রাণ,
সুরেলা কণ্ঠে মধুর রাগিণী
        অজর কথার অমিয় গান।


চপলতাগুলো মনের ভেতরে
        এতোদিন ছিলো গুপ্তধন,
চুম্বন রসে বিভাসিত হয়ে
        জেগে উঠে আজ লুপ্ত মন।


২৫/০৭/২০১৯
মিরপুর, ঢাকা।