জীবনের প্রতি পরতে পরতে দুঃখের আনাগোণা,
চারিদিকে ছাই, ভাগাড়ের মরা, তার মাঝে খুঁজো সোনা।
ধরণীর বুকে জীবনের যত বেরসিক ব্যথা সাজে,
ভুলে যাও তাকে চলো সম্মুখে অনিন্দ্য কারুকাজে।
নিশ্বাসে জাগে জীবনের গান উদাসী বিকেল বেলা,
মৃত্যুর ভয়, রোগ-শোক-ঝরা তারে করি' অবহেলা
নবীনের গানে অমোঘের টানে মহাকাল ডাকে বুঝি,
আঁধারের মাঝে অমর্ত্য আলো চিরকাল যাই খুঁজি'।


একটি জীবন, একটি মরণ, একবার আসা যাওয়া,
থাকতে জীবন করো অর্জন যা'কিছু হয়নি পাওয়া।
মানব জীবন আর হবে নাকো পৃথিবীর ধুলি মাঝে,
করতে যা' চাও তাড়াতাড়ি করো জীবনের সব কাজে।
আনন্দ রাশি ছড়াও ভুবনে মানুষের প্রাণে প্রাণে,
মৃত্যুকে ভুলে প্রতি পলে পলে জীবনের গানে গানে।


১৩/০৬/২০১৮
মিরপুর, ঢাকা।