একুশ এলেই হৃদয়ের আহাজারি
দোলা দিয়ে যায়; বিমর্ষ মন কাঁদে।
রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি!
ভুলতে কি পারি, বিরোধ-বিসম্বাদে?


একুশ আমার প্রাণের বোধন কথা;
কলকল স্বরে নদীজল হয়ে ছোটে
অবিরাম; যেন হৃদয়ের ব্যাকুলতা
কৃষ্ণচূড়ার লাল রঙ হয়ে ফোটে।


ধমনীতে জাগে হিম্মত সালামের;
রফিক-শফিক শত শত বরকত
তারা নিতে চায় আজ হিসেবের জের-
বাংলা কেনো রে পড়ে আছে মৃতবৎ?


যে ভাষা হয়েছে রক্তের দামে কেনা!
কেনো রবে পিছে, ম্রিয়মান সবখানে?
আজ থেকে হোক বাংলায় লেনাদেনা-
ব্যবসায় আদালতে অফিসে দোকানে।


২১/০২/২০২৩
মিরপুর, ঢাকা।