বাংলা ভাষা
----------
একুশের বুকে হাত রেখে
বলি তারে- প্রিয়,
ভুবনে ভুবনে ছড়াও তোমার
মধু; ভাষার অমিয়।
আমরা আছি তোমার সাথেই,
করুণায় ডেকে নিও।


ঈশ্বরের খোঁজে
-------------
ঈশ্বরের খোঁজে বের হয়েছি
আকাশ পাতাল মর্ত্যে,
অরূপ সেই ঈশ্বরকে
দেখি না কোন শর্তে।
দোলাচলে দুলি পরাভূত হয়ে,
লুকিয়ে থাকি গর্তে।


স্বপ্ন ও জীবন
-----------
স্বপ্ন ও জীবন একসাথে চলে,
স্বপ্নের পরাজয়;
স্বপ্ন ওড়ে আকাশের পথে,
জীবন যে ভরাভয়;
দ্বন্দ্বময় স্বপ্ন ও জীবন,
পরস্পর শত্রু নয়।


মদ আর নারী
------------
মদ আর নারী
সব কিছু পারে মর্ত্যে,
বন্ধনহীন উভয়েই যে রয়
পৃথিবীর সব শর্তে।
ঈশ্বরের তুষ্টিতে পাবে তুমি
অলৌকিক অমর্ত্যে।


১৯/০৭/২০১৯
মিরপুর, ঢাকা।


('অমর একুশ' বাংলা ভাষার সাথে ওতপ্রোতভাবে জড়িত।
তাই, একুশ শব্দের কবিতা চলুক কবিতার আসরে।
তার চেষ্টায় লিখে যাই এই 'কবিতা একুশ'।)