বিস্ময়
------
বাঁশের চেয়ে কঞ্চি বড়ো, কঞ্চি থেকে পাতা,
পুঁটি বলে, 'শোলের চেয়ে আমার বড়ো মাথা'।
অজ্ঞানীরা বলে যায় মুখে আসে যা তা।


চানক্যবাণী
----------
কাকেরা সব জোঁট বেধেছে কোকিল হবে বলে,
ময়না ময়ূর হয় হতবাক! বলে পাখি সবে-
চল্ ভাই যাই অন্য দেশে আমরা সদলবলে।


বোধের জাগরণ
--------------
অত্যাচারীর শক্তি যতো বোধের কাছে হয় নিহত,
জ্ঞানের প্রদীপ উঠলে জেগে কাটবে রে আঁধার,
ঘূর্ণি জলের জোয়ার বানে বাঁধ ভেঙে আবার।


০৪/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।


('অমর একুশ' বাংলা ভাষার সাথে ওতপ্রোতভাবে জড়িত।
তাই, একুশ শব্দের কবিতা চলুক কবিতার আসরে।
তার চেষ্টায় লিখে যাই এই 'কবিতা একুশ'।)