এসো   শ্রাবণের ধারা হরষিত হয়ে
                   যমুনার জল হতে,
এসো   হিজলের ডালে ঝুলন ঝুলায়ে
                   অরণ্যে পর্বতে।
এসো   লাবনী ঝরায়ে ঢলঢল করে
            ঘন দেয়া মোহনীয়া,
এসো   মেঘনার জল পার হয়ে তুমি
           অলকার মেঘ প্রিয়া।
এসো   শাপলা-শালুক গন্ধ ছড়ায়ে
             শতদলের এ দেশে,
এসো   শস্যে কুসুমে সাজায়ে ধরণী
            বাংলাকে ভালোবেসে।
এসো   ঝরায়ে তোমার প্রেম জল ধারা
            বিদ্যুৎ ইঙ্গিতে।
এসো   হিমেল হাওয়ার শীতল পরশে
           আনন্দ দিয়ে চিতে।
এসো   হরষিত মনে অঙ্গ সাজায়ে
             অঞ্জন দিয়ে চোখে
এসো   বিরহীর মনে পুলক জাগাতে
           কেতকী কদম বুকে।
এসো  মাধুরী ছড়ায়ে পরানের তলে
           সজল শ্রাবণ বৃষ্টি।
এসো  তোমার ছোঁয়ায় গোলাপের চাষ
           হোক না আবার সৃষ্টি।
এসো   শ্রাবণের ধারা হরষিত হয়ে
                   যমুনার জল হতে,
এসো   হিজলের ডালে ঝুলন ঝুলায়ে
                   অরণ্যে পর্বতে।


০৩/০৮/২০১৮
মিরপুর, ঢাকা।