বর্তমানে ফেসবুকে জ্ঞানীর আকাল
দেখি না এ বাংলাদেশে; লিখে প্রতিপাদ্য-
মনের গোপন কথা। তবে তা' মাকাল
ফলের সদৃশ শূন্য- নিছক অখাদ্য।
বিজ্ঞ দার্শনিক সেজে সুন্দর, গম্ভীর,
তত্ত্বকথা লিখে যায়; অতিশয় জ্ঞানী।
জানতে চাইলে কিছু; হয় যে অধীর,
ত্রস্ততায় বলে যায়-'জানি, সব জানি!’


চিরকাল জেনে গেছি- ফল ভারে নত
হয় বৃক্ষেরই শাখা; যথা গুণীজন
জ্ঞান ভারে নম্র-স্থির, হয় না উদ্যত;
পরহিত কর্মে বাজি রাখে যে জীবন।
ফেসবুক কুতার্কিক-ক্যাচালের স্থান,
জ্ঞানীর ভানে অন্যকে করে অপমান।


১৬/০৯/২০১৭
মিরপুর, ঢাকা।